• দক্ষিণবঙ্গে ঠান্ডা কমবে এই দিন থেকে, পূর্বাভাস হাওয়া অফিসের
    আজ তক | ১৭ ডিসেম্বর ২০২৪
  • ডিসেম্বরের মাঝামাঝিই বাড়তে চলেছে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ, ১৯ ডিসেম্বর, মঙ্গলবার থেকে পরবর্তী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, আর ঘন কুয়াশার সতর্কতাও দেওয়া হয়নি। তবে, উত্তরের কিছু অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে।

    গত রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। তবে সোমবার থেকে সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং উত্তরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বিশেষ কোনও তাপমাত্রার পরিবর্তন হবে না বলে আশা করা হচ্ছে। তবে, আগামী ৩-৪ দিনের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কিছু জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে, তবে ঘন কুয়াশার কোনও পূর্বাভাস নেই।

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাবে রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানা গেছে। নিম্নচাপটি তামিলনাডু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

    গতকাল, সোমবার কলকাতার তাপমাত্রা রবিবারের তুলনায় কিছুটা বেড়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২°C, যা সোমবার বেড়ে ১৩.৮°C হয়েছে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪°C।

    উত্তরের দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮°C এবং পুরুলিয়ায় ৭.১°C। পুরুলিয়ার ঠান্ডা দার্জিলিং এবং কালিম্পংকেও টেক্কা দিয়েছে। অন্যান্য অঞ্চলে যেমন দমদমে ১৩.৩°C, ঝাড়গ্রামে ৮.০°C, কল্যাণীতে ১১.০°C, শ্রীনিকেতনে ১০.৬°C এবং বাঁকুড়ায় ১০.৮°C তাপমাত্রা রেকর্ড হয়েছে।

    আবহাওয়াবিদদের মতে, রাজ্যে শীতের তীব্রতা কিছুটা কমলেও এই তাপমাত্রা পরিবর্তন মানুষের জনজীবনে প্রভাব ফেলতে পারে।


     
  • Link to this news (আজ তক)