ব্যাঙ্ক-প্রতারণা মামলার তদন্তে কলকাতায় ইডির হানা
দৈনিক স্টেটসম্যান | ১৭ ডিসেম্বর ২০২৪
সাতসকালে কলকাতায় ইডির হানা। গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় তল্লাশি চালাচ্ছে ইডির একাধিক তদন্তকারী দল। সূত্রের খবর, ব্যাঙ্ক-প্রতারণা মামলার তদন্তেই কলকাতায় হানা দিয়েছে ইডি।
২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তভার হাতে পায় সিবিআই। ওই মামলার সূত্রেই মঙ্গলবার সকালে কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর দমদম ক্যান্টনমেন্ট এলাকার ফ্ল্যাটেও চলছে ইডির তল্লাশি।
Link to this news (দৈনিক স্টেটসম্যান)