আজকাল ওযেবডেস্ক: চালকের তৎপরতায় বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা। উত্তরবঙ্গে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের ওপর দিয়ে চলছিল মহানন্দা এক্সপ্রেস। হঠাৎই ট্রেনের সামনে লাইনের ওপর চলে আসে একটি হাতি। চালকের তৎপরতায় বেঁচে যায় একাধিক প্রাণ। ডুয়ার্সের ক্যারন ও বানারহাট স্টেশনের মাঝে ৮৭/৩ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা নাগাদ। জানা গিয়েছে, রেলনাইনের পাশ দিয়ে হাতিটি যাচ্ছিল। হঠাৎই, লাইন পেরিয়ে আসার চেষ্টা করে সে। ট্রেনের আলোয় তা দেখতে পেয়েই এমার্জেন্সি ব্রেক কষেন মহানন্দা এক্সপ্রেসের চালক পি এন টোপ্পো ও সহকারী চালক শুভজিৎ শীল।বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে ওই যাত্রীবাহী ট্রেনটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর হাতিটি রেল লাইন থেকে নেমে জঙ্গলের পথ ধরলে ফের গন্তব্যে রওনা দেয় মহানন্দা এক্সপ্রেস। কোনওরকম দুর্ঘটনা না ঘটায় হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরাও। উল্লেখ্য, ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে রেললাইন ও রাস্তা। মাঝেমধ্যেই সেই রাস্তা ও রেললাইনের ওপর বন্যপ্রাণী চলে আসে। এর আগে একাধিকবার দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে মানুষ, বন্যপ্রাণীকে। আবার একাধিকবার চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।