বাংলাদেশি সংগঠনের নাম করে ধর্ষণ হুমকির পোস্টার মহিলার বাড়িতে...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশি সংগঠনের নাম করে মহিলার বাড়ির দরজায় ধর্ষণের হুমকি দিয়ে পোস্টার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। মহিলার পরিবার ঘটনায় আতঙ্কিত, রাতেই তারা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানার আক্রামপুর গ্রামে বসবাস করেন ওই মহিলা। বৃহস্পতিবার রাতে তিনি ও তাঁর স্বামী বাড়িতেই ছিলেন। ছেলে কাজ থেকে বাড়ি ফিরে ঘরে ঢোকার সময় লক্ষ্য করেন, কাঠের দরজার গায়ে আঠা দিয়ে একটি কাগজ মারা রয়েছে। আলো জ্বেলে তিনি দেখেন, তাঁর মাকে ধর্ষণ করা হবে বলে হুমকি দিয়ে একটি পোস্টার আটকে দেওয়া হয়েছে। সাদা কাগজের উপর হাতে লেখা একটি পোস্টার। নীচে বাংলাদেশি একটি সংগঠনের নাম লেখা। পোস্টারের পাশে একটি ফাঁকা মদের বোতল ঝুলিয়ে দেওয়া ছিল। রাতেই মাকে নিয়ে ছেলে হাবড়া থানায় যান। ধর্ষণ হুমকি পোস্টারের ছবি পুলিশকে দেখান। হাবড়া থানা থেকে সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা ওই বাড়িতে যান। পোস্টারটি তুলে ফেলা হয়। দায়ের করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, 'রাতে আমরা সবাই ঘরের ভিতরে ছিলাম। বাইরে কী হয়েছে জানি না। ছেলে বাড়ি ফিরে ওই হুমকি পোস্টার দেখতে পায়। পোস্টারের পাশে খালি একটি মদের বোতল ঝুলিয়ে দেওয়া ছিল। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি।' বাংলাদেশি সংগঠনের নাম করে কে বা কারা ওই মহিলার বাড়ির দরজায় পোস্টার মেরেছে পুলিশরা তদন্ত করছে। বাংলাদেশি সংগঠনের নাম কেন পোস্টারে নীচে লেখা হয়েছে, পুলিশ তাও খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির আশপাশের কেউ ভয় দেখানোর জন্য এসব করেছে।