• বৃদ্ধ বাবা-মায়ের ওপর অত্যাচার, প্রতিকারে পুলিশ গেলে দায়ের কোপ 'গুনধর' ছেলের ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের ওপর অত্যাচার করছে ছেলে। প্রবীণ দম্পতি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশকেই আক্রান্ত হতে হল। অভিযুক্ত যুবক কর্তব্যরত পুলিশ আধিকারিকের মাথায় ও বুকে দায়ের কোপ বসিয়ে দেয়। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
    পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের ন'পাড়া এলাকার বৃদ্ধ দম্পতির ওপর ছেলে দীপায়ন সরকার দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। রাতে বাড়ি ফিরে ছেলে তাঁদের মারধরও করে বলে অভিযোগ। ওই দম্পতি প্রতিবেশীদের ঘটনাটি জানিয়েছিলেন। তাঁরা অত্যাচারী ছেলেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে পরিবারের বাইরের লোককে তার বিরুদ্ধে অভিযোগ করায় বাবা-মায়ের উপর ছেলের রাগ আরও বেড়ে যায়। নিরুপায় হয়ে বৃদ্ধ দম্পতি পুলিশের দ্বারস্থ হন। 
    বৃহস্পতিবার তাঁরা বারাসত থানায় ছেলে দীপায়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সাব-ইন্সপেক্টর দুধকুমার মণ্ডল ঘটনার তদন্তে নামেন। অভিযোগ, রাতে তিনি একবার দীপায়নের বাড়িতে গিয়েছিলেন। তখন তাকে পাওয়া যায়নি। শুক্রবার ভোররাতে ফের দীপায়নের খোঁজে তিনি ওই বাড়িতে যান। নাম ধরে ডাকতেই সে হাতে একটি দা নিয়ে বাইরে বেরিয়ে আসে। দুধকুমারবাবু কথা বলতে গেলে দীপায়ন তাঁর মাথায় দায়ের কোপ বসিয়ে দেয়। বুকেও একটি কোপ মারে। সেই কোপ লাগে পকেটে থাকা মোবাইলের ওপর। অল্পের জন্য তিনি প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পান। ততক্ষণে অন্য পুলিশকর্মীরা দীপায়নকে ধরে ফেলেন। 
    অন্যদিকে, রক্তাক্ত দুধকুমার বাবুকে তড়িঘড়ি বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। কর্তব্যরক্ত পুলিশ আধিকারিকের ওপর হামলার অভিযোগে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে
  • Link to this news (আজকাল)