• রাজ্যে এবার থেকে সম্পত্তিকর দিতে হবে অনলাইনেই, কবে থেকে শুরু হবে এই প্রক্রিয়া...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় এবার থেকে অনলাইনেই নিজের বাড়ি ও সম্পত্তির কর দিতে হবে। ২৩ ডিসেম্বর থেকে গোটা রাজ্যজুড়ে এই পক্রিয়া শুরু হবে বলেই নবান্ন সূত্রে খবর।  ফলে নতুন হিসেব মেনেই এবার দিতে হবে বাসিন্দাদের কর। এতদিন পঞ্চায়েত এলাকায় কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি ছিল। কিন্তু এবার সেটা আর হবে না।

    ইতিমধ্যেই অনলাইনে কর চালুর বিষয়টি প্রত্যেক পঞ্চায়েতকে জানিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তর।  তার জন্য গ্রামে প্রচার করতে বলা হয়েছে।  অনলাইনে ঠিকমতো কর জমা হচ্ছে কিনা  তা একমাস ধরে পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই পুরোদমে এই ব্যবস্থা চালু হয়ে যাবে গোটা রাজ্যে। দীর্ঘদিন ধরেই রাজ্যের পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দাদের সম্পত্তি কর সঠিকভাবে আদায় করতে সমস্যা হচ্ছিল রাজ্য পঞ্চায়েত দপ্তরের।

    কীভাবে এই কর আদায় করা যায় তা নিয়ে দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সঙ্গে। অবশেষে সিদ্ধান্ত হয় যেভাবে অনলাইনের মাধ্যমে শহর কলকাতায় মানুষ তাঁর নিজের কর জমা করেন ঠিক একই উপায়ে এবার নিজের কর জমা করবেন পঞ্চায়েত এলাকার মানুষ। এই প্রক্রিয়া শুরু করার আগে প্রত্যেক পঞ্চায়েতকে সংশ্লিষ্ট বাসিন্দাদের সম্পত্তি কর কত হতে পারে সেই সম্পর্কে কিছু তথ্য পোর্টালে আপলোড করতে হয়েছে। তার জন্য প্রত্যেকে একটি করে ফর্ম ফিলাপ করে পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন। এখনও পর্যন্ত যা হিসেব মিলেছে  তাতে দেড় কোটির বেশি বাড়ির তথ্য আপলোড হয়েছে এই পোর্টালে।
  • Link to this news (আজকাল)