বাধাহীন উত্তুরে হাওয়ায় মাতছে বাংলা, কোন কোন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। একধাক্কায় পারদ নেমেছে প্রায় তিন ডিগ্রি। আপাতত এই শীতের আমেজ জারি থাকবে বলেই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দিনের বেলা আকাশ ছিল কুয়াশায় ঢাকা। পরে বেলা বাড়লে পরিষ্কার হয়ে যায় আকাশ।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি কাছে থাকবে। চলতি সপ্তাহের বুধবার থেকেই কমতে শুরু করেছিল তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে বেশ কয়েকটি জেলায়। রাজ্যে ইতিমধ্যেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সপ্তাহের শেষে অর্থাৎ শনি এবং রবিবার শৈত্যপ্রবাহ চলছে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূম জেলায়। শীতের কামড় অনুভব হবে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় কমবে তাপমাত্রা। বাড়বে কুয়াশার পরিমান। কলকাতায় দিনের বেলা তাপমাত্রা থাকবে মনোরম। রাতের দিকে তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছে থাকবে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কমবে।
ইতিমধ্যেই বিভিন্ন টুরিস্ট স্পটগুলিতে বাড়ছে ভিড়। সুন্দরবন থেকে শুরু করে সায়েন্স সিটি, ইকো পার্ক, নিকো পার্কে এখন পা রাখাই দায়। পাশাপাশি জেলার বিভিন্ন টুরিস্ট স্পটেও বাড়ছে পিকনিক করার ভিড়। সামনেই বড়দিন, তার পর নতুন বছর। খুব বড় কোনও অঘটন না ঘটলে বছরের শেষটা শীতের আদর গায়ে মেখেই বর্ষবরণ করতে তৈরি গোটা রাজ্যবাসী।