• মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাঁচামি প্রকল্পে চাকরি প্রদান কর্মসূচি জেলাশাসক দপ্তরের...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের জন্য যাঁরা জমি প্রদান করেছিলেন তাঁদের চাকরি প্রদান করা হল বীরভূমে। শুক্রবার জেলাশাসকে হাত দিয়ে ২৮ জন জমিদাতার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। চতুর্থ শ্রেণির পদ ছাড়াও পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রদান করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় দেড় হাজারের কাছাকাছি জমিদাতাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে বীরভূম জেলাশাসকের দপ্তর।

    প্রসঙ্গত, বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দেওচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে। এই প্রকল্প প্রথম দিকে জমি সংক্রান্ত বাধার সম্মুখীন হয়। সরকার সকল জমিদাতাদের সঙ্গে আলোচনা করা হয়। সেখানেই ঠিক হয় জমিদাতার চাকরির নিয়োগপত্র-সহ জমির ন্যায্য দাম দেওয়া হবে। এর পরেই কেটে যায় জট। ধাপে ধাপে সকল জমিদাতারা তাঁদের জমি শিল্পাঞ্চলের জন্য সরকারকে দিয়ে দেন। যাঁরা জমি জমি দান করেছেন, তাঁদেরকে ধাপে ধাপে জুনিয়র কনস্টেবল পদে এবং চতুর্থ শ্রেণি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে সরকারে তরফ থেকে। 

    শুক্রবার যেই ২৮ জন জমিদাতা চাকরি পেলেন তাঁদের সকলকে চতুর্থ শ্রেণির নিয়োগপত্র দেওয়া হয়েছে। জেলাশাসকের দপ্তর থেকে নিয়োগপত্র পেয়ে খুশি জমিদাতারাও। তাঁরা জানান, শিল্প চাই। শিল্প হোক, কর্মসংস্থান বৃদ্ধি হোক। সেই লক্ষ্যেই আমরা স্বেচ্ছায় জমি দান করেছি। বীরভূমের জেলাশাসক বিধান রায় জানান, বেশ কয়েকজন জমিদাতাদের চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। অন্যান্য জমিদাতাদেরও নিয়োগপত্র দেওয়া হবে শীঘ্রই।
  • Link to this news (আজকাল)