গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল, ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: একটি–দুটি নয়, একপাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে ফসলের জমিতে। শনিবার সকালে এই দৃশ্য দেখেই চোখ কপালে ওঠে স্থানীয় বাসিন্দাদের। এলাকায় হাতির দলের আসার খবর ছড়িয়ে পড়তেই দলে দলে উৎসাহী বাসিন্দা হাতির দল দেখতে ভিড় করেন। শনিবার সাত সকালে প্রায় ১০ থেকে ১৫টি হাতির একটি দলকে দেখতে পান ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল বাড়ি এলাকার বাসিন্দারা। গ্রামে হাতি ঢোকার খবর নিমেষে ছড়িয়ে পড়ে। হাতি দেখতে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ। তবে হাতির তাণ্ডবে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতি হয়েছে জমির ফসল।
জানা গিয়েছে, এদিন কাঠালবাড়ি হয়ে গুয়াবাগান কালীবাড়ি হয়ে ওই হাতির দলটি পালপাড়া হয়ে জটেশ্বর এক গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকা হয়ে বেংকান্দি হয়ে দলগাঁও চা বাগান এলাকায় চলে যায়। আচমকা হাতির দল গ্রামে চলে আসায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা দিপু বর্মন জানান, সকাল সাড়ে পাঁচটা নাগাদ হাতিগুলিকে প্রথম দেখতে পাওয়া যায়। তাঁর কথায়, সাধারণ মানুষ হাতি দেখতে ভিড় করছেন। তবে যেভাবে হাতিগুলি ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। বিঘার পর বিঘার ফসল নষ্ট হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা।