• রোগীমৃত্যুতে বিক্ষোভ তেহট্ট হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে। শনিবার সকালে এ নিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে রোগীর। তেহট্ট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    জানা গিয়েছে, শুক্রবার তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় চাপড়া থানার হাটরার বাসিন্দা আহমেদ দফাদারকে। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃতের পরিবার জানিয়েছে, প্রথমে হাসপাতাল থেকে অক্সিজেন দেওয়া হয়। এর পর কয়েকটি ইঞ্জেকশন। এর কিছুক্ষণ পরেই স্বাস্থ্যের অবনতি হতে থাকে আহমেদের। শনিবার সকালে আইসিইউ-এ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রোগীর। আহমেদের ছেলের অভিযোগ, বার বার করে ডাকার পরেও নার্স বা চিকিৎসক কেউই বাবাকে দেখতে আসেননি। এর পরেই বিক্ষোভ দেখাতে থাকেন আহমেদের পরিবারের পরিজনেরা। তাঁদের আরও অভিযোগ, বিক্ষোব চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।

    হাসপাতালের সুপার বাপ্পাদিত্য ঢালি বলেন, ''রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনও রকম গাফিলতি থাকলে নিশ্চিত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।''
  • Link to this news (আজকাল)