কানে হেডফোন, শুনতেই পেলেন না হর্ন, ট্রেনের ধাক্কায় মৃত্যু তথ্যপ্রযুক্তিতে কর্মরত তরুণীর...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পেরিয়ে বাড়ি ফেরার সময় অসর্তকতার বলি তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মরত এক তরুণীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে। মৃতার নাম অঙ্কিতা পাত্র(২৭)। বাড়ি হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায়।
শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কায় ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা রেল পুলিশকে জানিয়েছেন। খবর পেয়ে রেল আধিকারিক ও শালিমার জিআরপি ঘটনাস্থলে গিয়ে তরুণীর দেহ তুলে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জিআরপির একটি সূত্রে জানা গিয়েছে আনুমানিক ২৭ বছর বয়সী অঙ্কিতা তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মরত ছিলেন। বাড়ি শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত বাঙালপাড়া লেনে। দু-কানে হেডফোন দিয়ে রেললাইন পেরোচ্ছিলেন। যে কারণে ট্রেনের আওয়াজ শুনতে পাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।
রেলের পক্ষ থেকে বারেবারে সচেতনতার প্রচার করা হয়। রেল লাইন পারাপারের সময় মোবাইল ব্যবহার ও হেডফোন যেন কানে না থাকে। কিন্তু তারপরেও এই ধরণের দুর্ঘটনা ঘটছে । অনেকই রাস্তায় বেরিয়ে কানে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করেন। অসতর্কতার জন্য বহুক্ষেত্রে তাঁরা অজান্তেই নিজেদের বিপদ ডেকে আনেন। এদিনের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাঙালপাড়া লেনের অঙ্কিতার বাড়িতে।