• অনুব্রত ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নেশাগ্রস্ত বিপথগামী ছাত্রদের ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান অনুব্রত মণ্ডলের। শনিবার সিউড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির একটি সম্মেলনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি তাঁর দাবি, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষকদের সম্মান দেয় না। 

    অনুব্রতর কথায়, 'আজকালকার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না। কারণ তারা মাষ্টারমশাইদের সম্মান দেয় না।' শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা বলেন, 'আপনাদের জ্ঞান দেওয়ার অধিকার আমার নেই। আমরা মাষ্টারমশাইকে মাষ্টারই বলি। হতে পারেন আপনারা বয়সে আমার থেকে ছোট তবু আপনারা গুরুজন বলে আমি মানি। প্রাইমারি বা মাধ্যমিক যাই হোক না কেন শিক্ষকরা হলেন শিক্ষাগুরু। এখনও প্রাইমারি বা হাইস্কুলের শিক্ষকদের দেখলে আমরা মাথা নামিয়ে ফেলি।' 

    গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে বীরভূম জেলার তৃণমূল সভাপতি বলেন, '২১-এর বিধানসভায় চাপ ছিল। আপনারা সঙ্গে ছিলেন তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আপনাদের অশেষ ধন্যবাদ। আমাদের যদি কোনও ভুলত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেবেন।' 

    পড়ুয়াদের মধ্যে নেশার আকর্ষণ কাটাতে অনুব্রত বলেন, 'এখন অনেক ছেলে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন তাদের ফিরিয়ে আনার। আপনারা চেষ্টা করলেই পারবেন। আপনাদের জ্ঞান দেওয়ার অধিকার আমার নেই। আপনাদের কাছে আমরা জ্ঞান নেব। আমি শিক্ষকদের নিয়ে যত সভা করেছি তার সবগুলোই মমতা ব্যানার্জিকে জানিয়েছি।' ভবিষ্যতে জেলায় মহকুমাভিত্তিক শিক্ষক সম্মেলন করা হবে বলে অনুব্রত জানান।
  • Link to this news (আজকাল)