• সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন, হাওড়া ও শিয়ালদহ শাখায় বাড়বে ভোগান্তি ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: নন ইন্টারলকিং কাজের জন্য টানা তিনদিন বাতিল থাকছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের একাধিক লোকাল ট্রেন। পূর্ব রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে হাওড়া ডিভিশনের জনাই রোড স্টেশনে। ফলে শনিবার, রবিবার ও সোমবার লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি পরিবর্তন করা হয়েছে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের গতিপথ। 

    সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এসএফএ সাইডিং নির্মাণ এবং বর্তমান ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তন করে ইউটিসিএল সাইডিং প্রান্তে ট্রেন পৌঁছনোর জন্য হাওড়া ডিভিশনের জনাই রোড স্টেশনে ডিসেম্বরের ১৪ তারিখ শনিবার থেকে সোমবার ১৬ ডিসেম্বর অবধি নন ইন্টারলকিং কাজ করা হবে। ফলে এই লাইনের ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ১৪ ও ১৫ তারিখ শনিবার ও রবিবার আপ কর্ড লাইনে ৬টি হাওড়া-বর্ধমান লোকাল, ৪টি হাওড়া-মশাগ্রাম লোকাল, ১টি হাওড়া-গুড়াপ লোকাল, ৪টি হাওড়া-চন্দনপুর লোকাল ও ১টি হাওড়া-বারুইপাড়া সহ মোট ১৬টি আপ ট্রেন বাতিল করা হয়েছে। 

    একইভাবে ১৪ ও ১৫ তারিখ শনিবার ও রবিবার ডাউন কর্ডলাইনে ৬টি বর্ধমান-হাওড়া লোকাল, ৪টি চন্দনপুর-হাওড়া, ১টি গুড়াপ-হাওড়া, ৪টি মশাগ্রাম-হাওড়া, ১টি বারুইপাড়া-হাওড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এবং বারুইপাড়া-শিয়ালদহ শাখায় দু'টি আপ এবং দু'টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ১৬ তারিখ সোমবার আপ ও ডাউন কর্ড লাইনের মোট ৩ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। 

    অন্যদিকে এই কাজের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আপ অভিমুখে ১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১২৩৩৯ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, ১২৩৪১ হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, ১২৩৩৩ হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, ১১৪৪৮ হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, ১২৩২১ হাওড়া-মুম্বই মেল সহ একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। ডাউন অভিমুখেও পরিবর্তন করা হয়েছে একাধিক মেল এক্সপ্রেস ট্রেনের গতিপথ। পিরি অর্টন করা হয়েছে ১২৩৩২ জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস, ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ১২৩৪২ আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস, ১২৩৩৪ প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস, ১২৩১২ কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস, ১২৩২২ মুম্বই-হাওড়া মেল, ১২৩৪০ ধানবাদ-হাওড়া কোল্ডফিল্ড এক্সপ্রেস সহ একাধিক এক্সপ্রেস ট্রেনের। কর্ড লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিলের কারণে সমস্যায় পড়েছেন যাত্রীরা। যদিও মানুষের অসুবিধার জন্য পূর্ব রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)