আজকাল ওয়েবডেস্ক: ফিল্মি কায়দায় হাওড়ায় দুঃসাহসিক ছিনতাই। জগাছা থানার মৌরি পাকুড়তলায় স্বর্ণ ব্যবসায়ীকে ধাওয়া করে ছিনতাই প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না ও বিপুল পরিমাণ নগদ টাকা।
জানা গিয়েছে, প্রশান্ত মল্লিক নামে এক স্বর্ণ ব্যবসায়ী শুক্রবার রাতে আন্দুলের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পরেন। তাঁর থেকে বিপুল টাকার সোনার গয়না ছিনতাই করে পালায় দুষ্কৃতীর দল। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পেরেছে ব্যবসায়ীকে রীতিমতো ধাওয়া করে দুষ্কৃতীরা। এরপর ছিনতাই করে বিনা বাধায় বাইক নিয়ে চম্পট দেয় তারা।
প্রশান্তর অভিযোগ, তিনি যে রাতে সোনা নিয়ে বাড়ি ফেরেন তা জানত দুষ্কৃতীরা। শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে প্রায় ১৩০ গ্রাম সোনা ও বিয়ে বাড়ির অর্ডারের সোনার গয়না ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কিছুটা দূরে পাকুড়তলায় তখন তিন দুষ্কৃতী পথ আটকায়। পিছন থেকে বাইক নিয়ে আরও একজন আসে এবং ধাক্কা মেরে ফেলে দেয়। তাঁর দিকে বন্দুক তাক করে ব্যাগ দিতে বলে। বন্দুকের ভয়ে প্রাণ বাঁচাতে সোনার গয়নার ব্যাগ দিয়ে দিতে হয় দুষ্কৃতীদের।
এই ঘটনায় তদন্তে নেমেছে জগাছা থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। শনিবার দিনভর এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এদিন সন্ধে পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে বাইকের নম্বর ধরে বেশ কয়েকজনকে শনাক্তকরণ করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।