• বনদপ্তরের বড় উদ্যোগ, গবাদি পশু চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে বন্যপ্রাণী চিকিৎসক গড়ে তোলার কর্মশালা শুরু...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে গবাদি পশু চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের বন্যপ্রাণী চিকিৎসার প্রয়োজনীয় পাঠ দিতে চায় রাজ্য বনদপ্তর। এবিষয়ে দু'দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার আলিপুর চিড়িয়াখানায় আয়োজিত এই কর্মশালায় রাজ্য চিড়িয়াখানার সদস্য সচিব সৌরভ চৌধুরী ছাড়াও রাজ্য প্রাণীসম্পদ দপ্তরের পক্ষে ছিলেন ডাঃ প্রলয় মণ্ডল এবং  ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল-এর সভাপতি ডাঃ আশুতোষ বিশ্বাস। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ১৩৪ জন গবাদি পশু চিকিৎসক। 

    চিড়িয়াখানা ছাড়াও রাজ্যের বিভিন্ন জঙ্গলে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে বন্যপ্রাণীরা। খবর পাওয়ার পর অনেকসময় দূরত্বের জন্য বনদপ্তরের চিকিৎসকের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায়। ফলে অসুস্থ বন্যপ্রাণীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এলাকার গবাদি পশু চিকিৎসক যদি বন্যপ্রাণীর চিকিৎসার পদ্ধতি জানেন তবে দ্রুত অসুস্থ প্রাণীটির চিকিৎসা শুরু হতে পারে। সে বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্য চিড়িয়াখানার সদস্য সচিব সৌরভ চৌধুরী। 

    তিনি বলেন, দেখা গেল জঙ্গলে হঠাৎ একটি হাতি অসুস্থ হয়ে পড়েছে।‌ কাছাকাছি যদি একজন এবিষয়ে প্রশিক্ষিত চিকিৎসক থাকেন তবে দ্রুত তিনি পদক্ষেপ নিতে পারবেন। এছাড়াও প্রয়োজনে ময়নাতদন্ত বা কীভাবে একটি বন্যপ্রাণীর উপর ঘুম পাড়ানি ওষুধের প্রয়োগ করা হবে সেই বিষয়টি যদি তাঁর জানা থাকে তবে সেটা দরকারে কাজে আসবে। এটাই হল এই সেমিনারের উদ্দেশ্য।

    তিনি জানান, দু'দিনের এই কর্মশালায় প্রথমদিন বিষয়গুলি তাঁদের সামনে তুলে ধরা এবং প্রয়োজনে কী করতে হবে সে বিষয়টি যেমন তাঁদের বোঝানো হয়েছে তেমনি দ্বিতীয়দিন তাঁদের হাতেকলমে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ঝাড়গ্রামের চিড়িয়াখানায়।‌ সেখানে হাতে কলমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগ ঝাড়গ্রাম জেলার গবাদি পশু চিকিৎসকদের নিয়ে শুরু হলেও, এরপর অন্যান্য জায়গার চিকিৎসকদেরও দেওয়া হবে বলে তিনি জানান।
  • Link to this news (আজকাল)