মরশুমের শীতলতম দিন কলকাতায়, শৈত্যপ্রবাহে কাঁপছে একাধিক জেলা, হাড়কাঁপানো ঠান্ডা আর কতদিন? ...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শীতের ইনিংস শুরু হতেই উত্তুরে হাওয়ার ঝোড়ো ব্যাটিং জারি। দিন কয়েক ধরেই হু-হু করে নামছে পারদ। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহে রীতিমতো কাঁপছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গের পাবর্ত্য এলাকার সঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের নেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এই জেলাগুলিতেই শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার মরশুমের শীতলতম দিন কলকাতায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। এই তিন জেলায় শৈত্যপ্রবাহ জারি থাকবে সোমবার সকাল পর্যন্ত।
অন্যদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে এবং দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দু'দিন সোমবার ও মঙ্গলবার কুয়াশার দাপট আরও বাড়তে পারে।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী দু'দিন হাড়কাঁপানো ঠান্ডার আমেজ বজায় থাকবে। তারপর ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সব জেলায়। আগামী দু’-তিন দিনের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় অবস্থান করবে। পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা দূরে সরলেই ফের কনকনে ঠান্ডার আমেজ ফিরবে বাংলায়।