ফের বাংলার মুখ উজ্জ্বল, ইউপিএসসি'র পরীক্ষায় দেশে প্রথম আসানসোলের সিঞ্চন ...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ইউপিএসসি'র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের বাঙালি ছাত্র। আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী প্রথম স্থানাধিকারী হয়েছেন। ইউপিএসসিকে একেবারে পাখির চোখ করে এগিয়েছিলেন সিঞ্চন। প্রথমবার পরীক্ষা দিয়েছিলেন প্রস্তুতি ছাড়া। পরেরবার প্রস্তুতি নিতেই তাক লাগানো সাফল্য।
সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। তাঁর বাড়ি আসানসোল ইসমাইল মাদার টেরেজা সরণিতে। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মাইন্স বোর্ড অফ হেলথ বর্তমানে রুগ্ন সংস্থা। মা সুজাতাদেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান বাবা-মাকে।
সিঞ্চনের বাবা জানিয়েছেন, 'ইউপিএসসিতে পাশ করা ওর স্বপ্ন ছিল। কিন্তু এভাবে দেশের মধ্যে প্রথম স্থান দখল করবে, তা ভাবিনি। খুব ভাল লাগছে। শুধু পরীক্ষায় প্রথম নয়, প্রশাসক হিসাবেও যেন এক নম্বর হয়, এটাই চাইব।'
স্কুল সূত্রে জানা গেছে, সিঞ্চন ছোটবেলা থেকেই খুব মেধাবী। ওঁর এই সাফল্যে তারাও গর্বিত। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন সিঞ্চন। ফেসবুক ব্যবহার করেছেন চার বছর আগে। মেডিক্যালে ১৬৮ ব়্যাঙ্ক করেছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ে ব়্যাঙ্ক ছিল সপ্তম। প্রথমে বি স্ট্যাট ও এম স্ট্যাট করেছেন সিঞ্চন। ভালবাসেন রবীন্দ্রসঙ্গীত শুনতে। হ্যারি পটারের বই ও সিনেমা দেখতে পছন্দ করেন। এখন স্বপ্ন দেশের এক নম্বর প্রশাসক হওয়া।