• নিমেষে পুড়ে ছাই ছ'বিঘা জমির পাকা ধান, মাথায় হাত কৃষকের
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিঘের পর বিঘে জমির পাকা ধান। আগুন লাগার কারণ নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয় মানুষজন। পূর্ব বর্ধমানের ভাতারের শিলাকোট গ্রামের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। 

    শিলাকোট গ্রামের বাসিন্দা মধুসূদন ঘোষের পরিবার কৃষিকাজের ওপরেই মূলত নির্ভরশীল। এ বছর খারিফ মরসুমে প্রায় ৪০ বিঘা জমির ধান চাষ করেছিলেন তিনি।শিলাকোট গ্রাম সংলগ্ন ডিভিসি সেচখালের পাশে লালবেগি মাঠে প্রায় ১৩ বিঘা জমিতে ধানচাষ করেছিলেন মধুসূদন ঘোষ। রবিবার থেকে সেই সোনালি ফসল ঘরে তোলার কথা। তাঁর আগেই শনিবার বিকেলে আগুনে পুড়ে খাক হয়ে গেল বিঘে ছয়েক জমির ধান।  

    স্থানীয়দের দাবি, শিলাকোট ডিভিসি সংলগ্ন সেচখালের পাশে কয়েকটি জমির ধান হারভেস্টার মেশিনে কাটার পর, জমিতে পড়ে থাকা খড়ে আগুন লাগে। সেই আগুন বাতাসে ছড়িয়ে একের পর এক জমি পুড়তে পুড়তে ধান জমিতে আগুন লাগে। স্থানীয়রা খবর পেয়ে দেখেন, কৃষক মধুসূদন ঘোষের প্রায় ছ'বিঘে জমির ধান পুড়ে গেছে। স্থানীয়দের তৎপরতায় বাকি ধান জমিগুলির পাকা ফসল বাঁচানো সম্ভব হয়। 

    ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে রাজা ঘোষের দাবি, তাঁদের পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল। আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার পাকা ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। পাশাপাশি সরকারি সাহায্যের আবেদন জানান ক্ষতিগ্রস্থ ওই কৃষক।
  • Link to this news (আজকাল)