ডুয়ার্সে পর্যটক টানতে উল্টো ঘরের পর এবার উল্টো তাজমহল
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
অতীশ সেন, ডুয়ার্স : বানিয়েছিলেন উল্টো বাড়ি, যার ভেতরের রান্নাঘর, শোবার ঘর, বসার ঘর, বাথরুম থেকে শুরু করে বাইরের আকারও পুরো উল্টো। এবার সেখানেই উল্টো তাজমহল গড়ে পর্যটকদের তাক লাগিয়ে দিলেন ডুয়ার্স ফান সিটির কর্ণধার।
জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডায়না নদীর তীরে অবস্থিত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় জায়গা হল এই ডুয়ার্স ফান সিটি। যেখানেই রবিবার উল্টো তাজমহলের উদ্বোধন হল। বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত পদ্মশ্রী করিমুল হক বৈদিক মন্ত্র উচ্চারণ করে নারিকেল ফাটিয়ে ফিতে কেটে এই উল্টো তাজমহল এর উদ্বোধন করেন।
তবে করিমুল হক বলেন তিনি জানতেন না তাকে উল্টো তাজমহল উদ্বোধন এর জন্য ডাকা হয়েছে। ভারতের ঐতিহ্য তাজমহল গোটা বিশ্বের কাছে ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। সেই তাজমহলকে উল্টো করে বানানো ভারতীয় ঐতিহ্যের প্রতি অপমান করা হল না তো?
এই প্রশ্ন রেখে তিনি বলেন এই নিয়ে কোনও বিতর্ক তৈরি হলে এর দায়িত্ব আমি নেব না। তাজমহল দেখতে আসা রাজেন ফুয়েল নামের আরেক পর্যটকও বলেন- "এখানে দেখছি সব কিছুই উল্টো পালটা। সোজা খালি একটি এরোপ্লেন রয়েছে। পর্যটকদের থাকার ঘর গুলি নেহাত সোজা-স্বাভাবিক, এই রক্ষা। তবে বিষয়টি যথেষ্ট আকর্ষণীয়।"
কোচবিহার থেকে আসা আরেক পর্যটক বীনা বর্মণ বলেন তিনি উল্টো ঘর দেখতে পরিবারের সাথে এসেছিলেন, এসে উল্টো তাজমহলও দেখলেন, বিষয়টি ব্যতিক্রমী ও অভিনব বলেই তিনি জানান।
ডুয়ার্স ফান সিটির কর্ণধার শেখ জিয়াউর রহমান বলেন, ডুয়ার্সে পর্যটক টানতে, তাদের কাছে অভিনব কিছু উপস্থাপন করার পরিকল্পনা থেকেই উল্টো ঘর, উল্টো তাজমহল সহ বিভিন্ন জিনিসের পরিকল্পনা। তাজমহল নিয়ে কারোও অনুভূতিকে আঘাত করার কোনও ইচ্ছা বা উদ্দেশ্যে তার নেই।