আজকাল ওয়েবডেস্ক: কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি। জয়জয়কার তৃণমূল প্রার্থীদের। ১০৮টি আসনের মধ্যে শাসকদলের দখলে ১০১টি আসন। বিজেপি পেয়েছি মাত্র ছ'টি। আর একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 'গড়' বলে পরিচিত কাঁথিতে ধরাশায়ী বিজেপি। উল্লেখযোগ্যভাবে, যে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছিল সেই পাঁচটি কেন্দ্রে মোট আসন সংখ্যা ছিল ৩১টি। তার মধ্যে ২৮টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
জয়ের পর তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, ''বহুদিন ধরে আইনি জটে এখানকার ভোট বানচালের চেষ্টা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এনে ভোট হয়েছে। যা রাজ্যের ইতিহাসে লজ্জার। মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ একচেটিয়া ভাবে বিজেপিকে বহিষ্কার করেছে।'' শুভেন্দুর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে।
প্রায় তিন বছর ধরে কাঁথি সমবায় ব্যাঙ্কে কোনও পরিচালন কমিটি ছিল না। কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। ১৫ ডিসেম্বর ভোটের দিন স্থির হয়। অন্য একটি অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। সেই মামলায় সুপ্রিম কোর্ট দেয়, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ মতো রবিবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই কাঁথি ও এগরার পাঁচ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নজরকাড়া নিরাপত্তা ছিল। আধা সামরিক বাহিনী দিয়ে ভোটগ্রহণ কেন্দ্র মুড়ে ফেলা হয়েছিল কেন্দ্রগুলি।