আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের মাঝামাঝি বাংলা জুড়ে হাড়কাঁপানো শীতের আমেজ। ভোরে কুয়াশায় মোড়া সব জেলা। বেলায় রোদ ঝলমলে আকাশ। উত্তুরে হাওয়ার দাপটে ভরপুর শীতের আমেজ। তবে চলতি সপ্তাহে তাপমাত্রায় ফের বিরাট বদল হবে। কমবে কনকনে ঠান্ডার আমেজ। আবহাওয়ার রূপবদল নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় খানিকটা বাড়ল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই খানিকটা কমল শীতের আমেজ। আগামী তিন থেকে চারদিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে আবার কমতে পারে তাপমাত্রার পারদ।
সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী তিন থেকে চার দিন কনকনে ঠান্ডার আমেজ কম থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে ফের তামিলনাড়ু উপকূলের দিকে। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বুধবারের পর বাংলায় কমবে ঠান্ডা। চলতি সপ্তাহে বাংলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।