• নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ল গাড়ি, বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে পড়ে পুকুরে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পরিবারের চার জন। মৃতদের মধ্যে দু'জন শিশুও রয়েছে। 

    পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের কালজানি এলাকায়। দুর্ঘটনায় এক দম্পতি ও তাঁদের দুই সন্তানের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন, সঞ্জিত রায় ও বিপাশা সরকার রায়, তাঁদের দুই সন্তান দুই বছরের ছেলে ইভান ও পাঁচ বছরের ইশশ্রী। নাটাবাড়ি হাইস্কুলের শিক্ষক ছিলেন সঞ্জিত এবং নাটাবাড়ি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন বিপাশা। 

    গতকাল তুফানগঞ্জ ২ নম্বর ব্লক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে চারজনে একসঙ্গে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে আচমকা নিয়ন্ত্রণ হারান সঞ্জয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পথের ধারে একটি পুকুরে উল্টে পড়ে। গাড়ির মধ্যে আটকে পড়েন চারজনেই। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই খবর দেন পুলিশে। গাড়ির জানলা ভেঙে চারজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।
  • Link to this news (আজকাল)