আজকাল ওয়েবডেস্ক: মথুরাপুরে বেপরোয়া গতির বলি মা ও ছেলে। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রামবাটি গোপালনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা হালদার নামে স্থানীয় এক মহিলা তাঁর পাঁচ বছরের ছেলে মোহিতকে সঙ্গে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। তাঁদের সঙ্গে আরিয়ান নামে এক আত্মীয়ের ছেলেও ছিল। আচমকাই একটি এসইউভি গাড়ি বেপরোয়া গতিতে তাঁদের সামনে চলে আসে। বাচ্চাদের নিয়ে পাশে সরে যাওয়ার সময় পাননি ওই মহিলা। তিনজনকেই ধাক্কা মেরে পালায় গাড়িটি।
ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। মারা যায় তাঁর ছেলেও। গাড়ির ধাক্কায় তাঁরা তিনজনই ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তিন জনকে দ্রুত উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁদের পরীক্ষা করে মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। ছয় বছরের আরিয়ানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, মাধবপুরের কাছে ঘাতক গাড়িটিকে পাওয়া যায়। ধৃত চালক। সে মদ্যপ ছিল বলে অভিযোগ।