গলায় জ্বলজ্বলে বেল্টই 'রক্ষাকবচ', পথ কুকুরদের বাঁচাতে বড় উদ্যোগ যুবকের...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পথ কুকুরদের বাঁচাতে নানা উদ্যোগ দেখা যায়। এবার জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে পথ কুকুরদের বাঁচাতে রেডিয়াম বেল্ট পরাচ্ছেন যুবক। সারা বছর তো বটেই, তবে শীতকালে পথ কুকুরদের মৃত্যুর হার সবথেকে বেশি। যানবাহনের ধাক্কায় পথ কুকুদের মৃত্যু ঘটছে প্রায়ই। এবার মুশকিল আসানে এগিয়ে এলেন বর্ধমানের যুবক নিরঞ্জন মালিক। একটি বেসরকারি সংস্থায় কর্মরত সে।
রাস্তায় শুধু মাত্র দৃশ্যমানতার কারণে যেমন মৃত্যু ঘটে অসংখ্য নিরীহ পথ কুকুরের, তেমনি সামনে চলে আসা সারমেয়কে বাঁচাতে গিয়ে নিজেরাও দুর্ঘটনায় কবলে পড়েন বাইক আরোহী থেকে চারচাকা গাড়ির অনেক চালক। তাই এবার পথ সারমেয়দের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পড়ানো হল রেডিয়াম বেল্ট। রেডিয়াম বেল্টের কারণে অন্ধকার রাস্তায় যদি কোন কারণে সারমেয় উঠে পড়ে তার অবস্থান বহু দূর থেকেই বুঝতে পেরে সতর্ক হতে পারবেন বাইক আরোহী ও চারচাকার চালকরা। ফলে দুর্ঘটনার হাত থেকে উভয়েই রক্ষা পাবে বলে দাবি নিরঞ্জন মালিকের।
সোমবার ১৯ নম্বর জাতীয় সড়ক ও বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কে এই রকম প্রায় ৫০ টি সারমেয়কে রেডিয়াম বেল্ট পরানো হয়। নিরঞ্জন মালিকের দাবি, রাস্তায় কুকুরের মৃতদেহ পড়ে থাকতে দেখে খুব বিচলিত হন তিনি। বহুদিন থেকে তিনি ভাবছিলেন কী করা যায়, যাতে রাস্তায় দুর্ঘটনার হাত থেকে কুকুরদের বাঁচানো যায়। অনেক ভেবে শেষমেশ ময়দানে তিনি। তিনি আশা করছেন, এতে দুর্ঘটনার হাত থেকে পথ কুকুরদের সঙ্গেই বাঁচবে বাইক আরোহীদেরও প্রাণ।