• সচেতনতার বার্তা নিয়ে জলপথে হুগলিতে বিএসএফের মহিলা র‌্যাফটিং টিম
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ঋষিকেশ থেকে জলপথে বাঁশবেড়িয়া পৌঁছল বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা র‌্যাফটিং টিম। বীরত্বের সঙ্গে তুলে ধরল নারীশক্তির সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা। গঙ্গায় র‌্যাফটিং শুরু হয়েছিল ঋষিকেশ থেকে। গঙ্গোত্রী থেকে ২ নভেম্বর রওনা হয়ে সোমবার বর্ডার সিকিউরিটি ফোর্সের ২০ জন মহিলা প্রহরী পৌঁছন বাঁশবেড়িয়ায়। মাঝে সমস্যা সৃষ্টি হয়েছিল। বিপদে পড়েছিল র‌্যাফটিং টিম। প্রয়াগরাজে কুম্ভ মেলার জোর প্রস্তুতি চলছে। সেখানে তৈরি হচ্ছে পিপে ব্রিজ। পিপে ব্রিজের সরু চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি র‌্যাফট উল্টে যায়। ফলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় র‌্যাফটিং টিমকে।

    সোমবার বাঁশবেড়িয়ায় টিমকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমার, বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ একাধিক বিএসএফ আধিকারিকরা। স্বাগত অনুষ্ঠানে পঞ্চাননতলা ঘাটে ৩২ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান এবং র‌্যাফটিং দলের উদ্যোগে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে বিএসএফের ডিআইজি সঞ্জয় কুমার জানিয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং জাতীয় পরিচ্ছন্ন গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে এই র‌্যাফটিং অভিযান পরিচালিত হচ্ছে। এখনও পর্যন্ত ৪৩ দিনের যাত্রা অতিক্রম করে দলটি সোমবার বাঁশবেড়িয়া পৌঁছেছে। মোট ৫৩ দিনের এই অভিযানে ২৫০০ কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। এই পর্যন্ত তারা ২১০০ কিলোমিটার জলপথ অতিক্রম করতে সক্ষম হয়েছে। এই অভিযানের প্রতিটি জায়গায় দলটি স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নারী ক্ষমতায়ন এবং পরিচ্ছন্ন গঙ্গার বার্তা তুলে ধরছে। অভিযানের সময় তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে, যার মধ্যে জলজ প্রাণীর আক্রমণও রয়েছে। তবুও, তাঁদের এই অদম্য সাহসিকতা নারী শক্তির উদাহরণ এবং পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টান্ত স্থাপন করেছে।

    ছবি:‌ পার্থ রাহা 
  • Link to this news (আজকাল)