• মমতার মন্তব্যের পরেই আইপ্যাক বিরোধীদের শক্তি বৃদ্ধি, তৃণমূলে বদলাবে রাজনৈতিক সমীকরণ?...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নাম করেননি মমতা ব্যানার্জি। কিন্তু তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি সরাসরি ভোটকুশলী প্রশান্ত কিশোরের তৈরি সংস্থা আইপ্যাক -এর বিরুদ্ধে কয়েকবছর আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর হুগলিতে একটি সভায় কল্যাণ ব্যানার্জি সরাসরি তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আইপ্যাক-এর প্রতি। 

    কাগজেকলমে আইপ্যাক তৃণমূল শিবিরের পরামর্শ দাতা হলেও সোমবার তৃণমূল সুপ্রিমোর একটি বক্তব্য ঘিরে তৈরি হয় রাজনৈতিক কৌতুহল। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, কোনও সংস্থা যদি ফোন করে তবে তাদের ফোন ধরার দরকার নেই। পাশাপাশি ওই সূত্র অনুযায়ী নেত্রী নির্দেশ দেন, এলাকায় ব্লক সভাপতি বা অন্য কোনও দলীয় পদাধিকারী নিয়োগ নিয়ে কিছু মতামত চাইলেও না দিতে। এই বিষয়ে নেত্রীই যা করার করবেন বলে ওই সূত্রটি জানিয়েছে। 

    নাম না করে বললেও তৃণমূল নেত্রী যে 'আইপ্যাক' নিয়েই এই মন্তব্য করেছেন তা নিয়ে নিশ্চিত দলের নেতা-কর্মীরা। এক বিধায়কের কথায়, 'আমাদের ফোন করে আইপ্যাক নানা সময়ে নানারকম তথ্য চায়। আর তো কোনও সংস্থাই ফোন‌ করে না। ফলে সংস্থা বলতে আমাদের আইপ্যাক-এর কথাই মনে হবে।' তবে বেশ কয়েকজন বিধায়ক জানান, এটা একদিকে ভালো হয়েছে। কারণ, তাঁদের মধ্যে সবসময় দুশ্চিন্তা থাকত এই বুঝি বিরোধী লবি আইপ্যাককে কিছু ভুল বুঝিয়ে দিল। হুগলির এক বিধায়কের কথায়, 'কল্যাণ ব্যানার্জি একবার সরাসরি আইপ্যাককে উদ্দেশ্য করে বলেছিলেন, রিপোর্ট দেওয়ার আগে তারা যেন একবার ভালোভাবে খোঁজ নিয়ে দেয়। কারুর কথায় যেন প্রভাবিত না হয়। এই কথাটা কল্যাণদার আগে কেউ মঞ্চে দাঁড়িয়ে বলার সাহস পায়নি।' জানা গিয়েছে, নিজের এলাকা শ্রীরামপুর লোকসভায় কল্যাণ কখনও আইপ্যাক-এর মতামতকে গুরুত্ব দেননি। 

    তৃণমূলের এক বিধায়ক বলেন, 'সবচেয়ে অসুবিধা হত যখন দেখতাম হাঁটুর বয়সী ছেলেমেয়েদের কাছে রিপোর্ট দিতে হত। সারাজীবন রাজনীতি করে চুল পাকিয়ে ফেললাম আর কীভাবে ভোট করাতে হবে সেটা শিখব ওদের থেকে!' সোমবারের পর থেকে কি তৃণমূলে নতুন হাওয়া?

     
  • Link to this news (আজকাল)