পুলিশ প্রশাসনে রদবদল, সরিয়ে দেওয়া হল গোয়েন্দা প্রধানকে
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই এই প্রসঙ্গে বার্তা দিয়েছিলেন। তাঁর বার্তার রেশ ধরেই বুধবার প্রকাশ্যে এল পুলিশের প্রাথমিক রদবদলের তালিকা। বেশকয়েকটি পদে এদিন বদল এনেছে রাজ্য সরকার।
গোয়ান্দা প্রধান পদে এতদিন ছিলেন আর রাজাশেখরন। বুধবারের নির্দেশিকা অনুযায়ী, তাঁকে সরানো হল ওই পদ থেকে। তবে এখনই তাঁর জায়গায় এলেন না কেউ। আপাতত ফাঁকা রইল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ। আগের পদ থেকে রাজাশেখরন হলেন এডিজি অ্যান্ড আইজিপি (প্রশিক্ষণ)।
এতদিন এডিজি (প্রশিক্ষন) বিভাগে দায়িত্বে ছিলেন আইপিএস দময়ন্তী সেন। তাঁর জায়গায় রাজাশেখরন আসায়, দময়ন্তী হচ্ছেন এডিজি অ্যান্ড আইজিপি(পলিসি)।অর্থাৎ রাজ্য পুলিশের পলিসি মেকিং পদে এলেন দময়ন্তী। এতদিন এডিজি অ্যান্ড আইজিপি (পলিসি)ছিলেন আইপিএস আর শিবকুমার। দময়ন্তী তাঁর জায়গায় যাওয়ায়, শিবকুমার যাচ্ছেন এনফোর্সমেন্ট বিভাগে। এই পদে আগে ছিলেন আইপিএস রাজীব মিশ্র। তিনি যাচ্ছেন এডিজি আইজি অর্গানাইজেশন এবং মর্ডানাইজেশন পদে।