জমিয়ে শীত ফিরছে দক্ষিণবঙ্গে, বড় আপডেট দিল হাওয়া অফিস
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাস অন্যবারের তুলনায় একটু আলাদা হবে। আইএমডি এবিষয়ে সকলকে ইতিমধ্যেই সাবধান করেছে। তবে কলকাতায় তাপমাত্রার পারদ ধীরে ধীরে ফের কমবে বলেই জানা গিয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ফের পারদ পতন হবে। এরফলে জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা।
কলকাতায় পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলায় চলতি সপ্তাহের শেষেই ফিরবে শীতের সেকেন্ড স্পেল। উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইবে। ফলে নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে।
হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ৭ ডিসেম্বর থেকে। এর প্রভাবে ৭ থেকে ৯ ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টি হবে। ভারতীয় মৌসম ভবনের এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট জানিয়েছে এরাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। ফলে শীতল হাওয়া এখনই বইবে না। ফলে তাপমাত্রার হেরফের খুব একটা হবে না।
বাংলার পাশাপাশি গোটা ভারতে এখনই জাঁকিয়ে শীত পড়বে না। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় শীতের অনুভব এখনই সেভাবে পড়বে না। দেশের বিভিন্ন অংশে এই সময়ে যে শীতের প্রভাব থাকে সেটা থাকবে না। উল্টে বিপরীত দিক থেকে বাতাসের ফলে কিছুটা গরম থাকবে। হাওয়া অফিস জানিয়েছে বিগত ১২৪ বছরের ইতিহাস ঘাঁটলে এটাই সবথেকে বেশি গরম ডিসেম্বর। দেশের বিভিন্ন প্রান্তে শীতের আমেজ ফিরতে তাই সময় লাগবে আরও কয়েকদিন।