• আবার বারুইপুর! নেশামুক্তি কেন্দ্রে নাবলককে নগ্ন করে মারধরের অভিযোগ, গ্রেপ্তার এক...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের নেশামুক্তি কেন্দ্রে মারধরের ঘটনা ঘটল বারুইপুরে। ১৪ বছরের একটি নাবালককে মারধর করার অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রের মালিকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

    পুলিশ সূত্রে খবর, যেই নেশামুক্তি কেন্দ্রে ঘটনাটি ঘটেছে সেটি বারুইপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত ব্যক্তির নাম পার্থ চক্রবর্তী। এলাকারই বাসিন্দা শিবপ্রসাদ সাহার বাড়িতে ভাড়ায় গত ১১ মাস ধরে কেন্দ্রটি চলছিল।  মাসখানেক আগেই সেখানে ভর্তি করানো হয় নাবালকটিকে। এলাকাবাসীরা বুধবার সকালে দেখেন, পার্থ ওই নাবালককে নগ্ন করে গামছা দিয়ে জানালায় বেঁধে বেধড়ক মারধর করছেন। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই নাবালকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। গ্রেপ্তার করা হয় পার্থকে।  তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। নেশামুক্তি কেন্দ্রটির অনুমোদন ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

    বাড়িটির মালিক শিবপ্রসাদ বলেন, ''কী হয়েছে কিছুই জানতাম না। এগারো মাস আগে ভাড়া দিয়েছিলাম পার্থকে। সেখানে কী হত দেখতে যেতাম না। আজ পুলিশের কাছে জানতে পারি এক নাবালককে মারধর করা হয়েছে। পুলিশের নির্দেশে ওই কেন্দ্র বন্ধ করে দিয়েছি। ওই নেশামুক্তি কেন্দ্রে সব নথি পুলিশের কাছে জমা দিয়েছি।''

    প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা ভাঙচুরও চালায় ওই কেন্দ্রে। এর কিছু দিনের মধ্যেই ফের নেশামুক্তি কেন্দ্রে বর্বরোচিত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
  • Link to this news (আজকাল)