• ছাত্রীকে 'অশ্লীল মেসেজ', চাপের মুখে পড়ে শিক্ষককে সাসপেন্ড করল স্কটিশ চার্চ কলেজ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার স্কটিশ চার্চ কলেজের ঘটনা। শারীরশিক্ষা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন এক ছাত্রী। অভিযোগ, ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্তপ্ত করেন ওই শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে তুলকালাম স্কটিশ চার্চ কলেজে। অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষের ইস্তফার দাবিও তুলেছে পড়ুয়াদের একাংশ। 

    চাপের মুখে পড়ে বৃহস্পতিবার স্কটিশ চার্চ কলেজ একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। পড়ুয়াদের দাবি গত কয়েক মাস ধরেই তাদের সহপাঠীকে উত্তপ্ত করছিলেন এই শিক্ষক এবং বারবার অভিযোগ জানানোর পরেও কোনওরকম পদক্ষেপ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সমস্ত চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। 

    সেখানে দেখা যাচ্ছে, যে শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়ার অভিযোগ, তাঁর পাঠানো মেসেজগুলি, তারমধ্যে কিছু মেসেজ "ডিলিট ফর এভরিওয়ান" করেছেন। অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অভিযোগ রয়েছে একই কাজ করার। পড়ুয়াদের অভিযোগ জুলাই মাসে সহকারি অধ্যক্ষ এবং অধ্যক্ষ কে জানানোর পরেও কোনরকম অভিযোগ তাঁরা নিতে রাজি হননি এবং শিক্ষকের বিরুদ্ধেও কোনও রকম পদক্ষেপ নেয়নি। বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হওয়ায় চাপের মুখে পড়ে অভিযুক্ত শিক্ষককে  সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)