চিনার পার্কে বহুতলে অগ্নিকাণ্ড, তুমুল চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে ...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে চিনার পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে বৃহস্পতিবার চিনার পার্ক সংলগ্ন একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।জানা গেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে কিংবা রান্নার গ্যাসের থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এদিনের আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই পুলিশ সূত্রে খবর।
এটা ঘটনা, সম্প্রতি কলকাতা ও সংলগ্ন জেলায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশ কিছু ক্ষেত্রে মৃত্যুও হয়েছে। আহতও হয়েছেন অনেকে। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগল চিনার পার্ক সংলগ্ন একটি বহুতলে।