• সকাল থেকেই ঠান্ডার আমেজ, জাঁকিয়ে শীত কবে থেকে?‌ জানুন হাওয়া অফিসের আপডেট...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার সকাল থেকেই বেশ ঠান্ডার মেজাজ। সকালের দিকে ভালই শীত অনুভব করছিল। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে এই অনুভূতি বেশিদিনের নয়। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৬ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। শনিবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তুরে হাওয়ার জোর বাড়তেই কমেছে তাপমাত্রা। ফলে বেড়েছে ঠাণ্ডার আমেজ। তবে এই পারদপতন সাময়িক। সোমবার থেকে ফের ধাক্কা খাবে ঠাণ্ডা। আবারও বাড়বে তাপমাত্রার পারদ। ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    এদিকে, দক্ষিণবঙ্গের আট জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। সপ্তাহান্তে দার্জিলিঙের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা।

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

    বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা কমে ফের আবার দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে বরফ পড়তে পারে উত্তরের কিছু অংশে।

    অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা মহারাষ্ট্রে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তামিলনাডু, পুদুচেরিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তুষারপাতের সম্ভাবনা জম্বু–কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়।
  • Link to this news (আজকাল)