• নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি, ইডির মামলায় জামিন মঞ্জুর কালীঘাটের কাকুর...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, কুন্তল ঘোষের পর, এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর হল কালীঘাটের কাকুর। শুক্রবার ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর হয় হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ এদিন তাঁর জামিন মঞ্জুর করেছেন।

    স্বাভাবিক ভাবেই প্রশ্ন, মামলায় জামিন মঞ্জুর হওয়ার পর, কবে জেলমুক্তি ঘটবে তাঁর? জেল মুক্তির বিষয়ে নজর ছিল সিবিআইয়ের শোন অ্যারেস্টের দিকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শোন অ্যারেস্টের আবেদন করেছিল, কিন্তু এখনও তা হয়নি। ফলে, ইডির মামলায় জামিন মঞ্জুর হওয়ার পর, তাঁর জেল্মুক্তি ঘটবে।

    তবে জেলমুক্তি হলেও, তাঁকে দেওয়া হয়েছে বেশকয়েকটি  শর্ত। শুক্রবার আদালত জানিয়েছে-

    তাঁকে জমা রাখতে হবে পাসপোর্ট।

    আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবাংলার বাইরে যেতে পারবেন না।

    মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। 

    মামলার সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। 

    ২৯ নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ।  শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ কুন্তলের জামিন মঞ্জুর করেছে। জামিনের পর তাঁকেও দেওয়া হয়েছিল একগুচ্ছ শর্ত। 
  • Link to this news (আজকাল)