শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, সপ্তাহের শুরুতে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের সাত তারিখ হয়ে গেলেও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই। বরং বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রবিবার থেকেই ফের বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়। সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা বাড়তে পারে সামান্য। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। শুক্রবার ছিল ১৬.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৭ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার দাপট কাটলেই মঙ্গলবার থেকে ফের নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার অবধি হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। সোমবার দার্জিলিং কালিম্পং–এর সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের আরও তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা থাকছে।