• জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভায় প্রার্থী কে? ঘোষণা তৃণমূলের...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। ফলে ওই আসনটি ফাঁকা ছিল। রাজ্যসভায় ওই ফাঁকা আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। দলের শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল। রাজ্যের শাসক দলের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে।

    সাংসদ হিসাবে জহর সরকারের আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল। রাজ্যসভার সাংসদ পদ থেকে তাঁর ইস্তফার পরেই সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ১২তে। পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভার আসনের মধ্যে একটি আসন খালি হয়। ফলে ২০ ডিসেম্বরেই রাজ্যসভার ভোট।  

    তৃণমূলের তরফে দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়র অধিকারের কথা বলে যাবেন।"

    ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,  "ঋতব্রত এই মর্যাদা পাওয়ার যোগ্য। রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। সময় লাগতে পারে, কিন্তু পরিশ্রমের দাম সবসময়েই পাওয়া যায়।"

     
  • Link to this news (আজকাল)