আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন (টিআইএনটি)-এর মুকুটে নতুন পালক। দ্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ন্যাক)-এর মূল্যায়নে 'বি++' গ্রেড পেল এই শিক্ষা প্রতিষ্ঠান। গত ২২ এবং ২৩ নভেম্বর ন্যাক-এর প্রতিনিধিরা প্রতিষ্ঠান পরিদর্শনে এসেছিলেন। তার পরেই এই মূল্যায়ন। প্রতি ৫ বছর অন্তর কলেজ, বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করে ইউজিসি-র ন্যাক। কলেজের শিক্ষাদান, গবেষণা এবং পরিকাঠামোর শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ অয়ন চক্রবর্তী বলেন, ''এই মূল্যায়ন শিক্ষার সামগ্রিক উন্নয়ন এবং উৎকর্ষতা বৃদ্ধিতে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। কলেজের প্রতিটি শিক্ষক এবং সদস্যের প্রচেষ্টা প্রশংসনীয়। আমরা সকল ছাত্র, অভিভাবক, নিয়োগকারী এবং ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ।''
দ্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ন্যাক) ইউজিসি স্বীকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান, তাঁদের গবেষণা পদ্ধতি, পরিকাঠামো-সহ আরও অনেক বিষয় খুঁটিনাটি পর্যালোচনা করে থাকে। পাশাপাশি, এই দিকগুলির শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গ্রেড দেওয়া হয় ন্যাকের তরফে।