• মেয়ের বিয়ে! ভুরি ভুরি সোনা কিনছেন? বিপদ ঘটার আগে জানুন সোনা রাখার নিয়ম...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চলছে বিয়ের মরশুম। বিয়ে মানেই গয়না কেনার হিড়িক পড়ে যায় মহিলাদের মধ্যে। শুধু কনেই নন, বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলেই আত্মীয়দের মধ্যেও গয়না কেনার ধুম পড়ে যায়। আর গয়না বলতে মধ্যবিত্ত কিংবা ধনী সকলেরই প্রথম পছন্দ সোনা। কিন্তু জানেন কি একটি নির্দিষ্ট পরিমাণ সোনা সকলে জমাতে পারেন? তার বেশি জমালেই বিপদ। ইনকাম ট্যাক্সের এই নিয়ে কিছু নিয়ম আছে। জেনে নিন সেগুলো। 

    বিয়ের জন্য আগেভাগেই সোনা কিনে রাখেন অনেকে। অনেকে আবার সোনার দাম কম হওয়া পর্যন্তও অপেক্ষা করেন। অনেক পরিবারে সোনাকে শুভ বলে মনে করা হয়। বিপদের দিনে পরিবারের রক্ষাকর্তা হিসেবে কাজ ঘরে মজুত থাকা সোনা। কিন্তু এর নির্দিষ্ট সীমা না মানলে হতে পারে বিপদ। 

    সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সংক্ষেপে সিবিডিটি -এর এই নিয়ে কিছু নিয়ম আছে। এই সোনা ঘরে রাখার নিয়ম ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা। মেয়েদের ক্ষেত্রে সোনা রাখার দু'রকম নিয়ম আছে। বিবাহিত মহিলা ৫০০ গ্রাম গয়না নিজের কাছে রাখতে পারেন। অন্যদিকে একজন অবিবাহিত মহিলা মাত্র ২৫০ গ্রাম সোনার গয়না নিজের কাছে রাখতে পারবেন। ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই কম। একজন পুরুষ বিবাহিত হন বা অবিবাহিত তিনি নিজের কাছে কেবলমাত্র ১০০ গ্রাম সোনার গয়না রাখতে পারবেন। এই সীমার মধ্যে গয়না থাকলে ইনকাম ট্যাক্স এর আওতায় পড়বে না তা। যদি সোনা পারিবারিক সূত্রে কেউ পান সেক্ষেত্রেও তা করের আওতায় আসবে না। এছাড়া অতিরিক্ত সোনা থাকলেই তা যে কোনও সময় বাজেয়াপ্ত করতে পারেন ইনকাম ট্যাক্স আধিকারিকরা।
  • Link to this news (আজকাল)