• ঝকঝকে স্পা-এর আড়ালে রমরমিয়ে চলত দেহ ব্যবসা, নিউটাউনের পাঁচতারা এই শপিং মল থেকে গ্রেপ্তার ১০...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলত দেহ ব্যবসা। নিউটাউন এলাকার পাঁচাতারা শপিং মল থেকে তিন মহিলা সহ গ্রেপ্তার করা হল ১০ জনকে। জানা গিয়েছে, ধৃতদের সোমবার বারাসাত আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, নিউটাউন এলাকার ওই শপিং মলে একটি স্পা সেন্টার ছিল।  বাইরে থেকে স্পা মনে হলেও তার আড়ালে রমরমিয়ে চলত দেহ ব্যবসা।

    জানা গিয়েছে, স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হত না সাধারণ মানুষের। তাহলে পুলিশের কানে আগে কেন পৌঁছল না সেই তথ্য প্রশ্ন উঠছে সেখানেই। জানা যাচ্ছে, নিউটাউন এলাকা এই ধরনের একাধিক স্পা সেন্টার যার আড়ালে চলে দেহ ব্যবসা। খবর পেয়ে শনিবার রাতে বিধান নগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ ওই বেআইনি স্পা সেন্টারে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার হন একাধিক।

    বেআইনি স্পা চালানোর অপরাধে তিনজন মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য, নিউটাউন এলাকার রাস্তাঘাটে চোখ মেললেই স্পা সেন্টারের বিজ্ঞাপন দেখা যায়। ঝকঝকে বিজ্ঞানপের নিচে দেওয়া থাকে ফোন নাম্বার। তার আড়ালে চলে দেহ ব্যবসা। রবিবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। সোমবার তাদের বারাসাত আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, ট্রাফিকিং ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
  • Link to this news (আজকাল)