• দক্ষিণ ভারতের উৎসব পালন সমাজের পিছিয়ে পড়া শিশুদের
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ধর্ম-জাতি ভেদাভেদ ভুলে প্রতিটি উৎসবে মেতে ওঠে শহরবাসী। রবিবার তেমনই এক উৎসব পালনের সাক্ষী রইল শহর। স্কুলে স্কুলে গাছের বীজ চারা বিলিয়ে বেড়ান কলকাতার কালিকাপুরের বাসিন্দা রমেশ চন্দ্রন। ৬৭ বছরে এই বাসিন্দার উদ্দেশ্য, স্কুলপড়ুয়াদের হাতে চারা গাছ দিয়ে তাঁদেরকে দায়িত্বশীল মানুষ গড়ে তোলা। 

    বরাবরি প্রকৃতি এবং শিশুদের প্রতি স্নেহ অটুট রমেশের। রবিবার তিনি শিশুদের সঙ্গে পালন করলেন 'কার্তিগাই দীপম'। সাধারণত দক্ষিণ ভারতের উদযাপন হয় এই উৎসবটি। তামিল সম্প্রদায়ের মানুষরা এই উৎসব পালন করে। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে তামিল ক্যালেন্ডার মেনে এই অনুষ্ঠানের সূচনা হয়। বোনেরা ভাইয়েদের শুভকামনা চেয়ে প্রদীপ জ্বালায়। ১৩ই ডিসেম্বর এই উৎসব পালন করা হবে দক্ষিণ ভারতে। 

    শীতের ছুটি পড়ে যাবে বলে সপ্তাহখানেক আগেই এই অনুষ্ঠান কিছু পিছিয়ে পড়া গরীব শিশুদের সঙ্গে পালন করলেন রমেশ। রবিবার এই উৎসবে পালনের সঙ্গে ভাইফোঁটা এবং রাখি উৎসবও পালন করা হল। স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিভার্সাল স্মাইলে সমাজের পিছিয়ে পরা শিশুরা মেতে উঠল উৎসবের আনন্দে। রমেশের জানিয়েছেন, দু'বছর ধরে তাঁর ইচ্ছে ছিল এই উৎসব পালন করবে কচিকাঁচাদের সঙ্গে। ইচ্ছে পূরণ করতে পেরে রীতিমতো খুশি রমেশ।
  • Link to this news (আজকাল)