• পরপর দুর্ঘটনা শহরে, ট্রলারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের, আহত একাধিক ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কয়েক ঘণ্টার ব্যবধানে কলকাতায় পরপর পথ দুর্ঘটনা। পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। সব মিলিয়ে আহত হয়েছেন একাধিক মানুষ। 

    পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে ওয়াটগঞ্জের কার্ল মার্ক্স সরণিতে ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। মৃত বাইক চালকের নাম, মহম্মদ শাহনওয়াজ আলম। দুর্ঘটনায় আহত হয়েছেন আর একজন। বেপরোয়া গতির একটি ট্রলার বাইকে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরেই ট্রলারের চালক পলাতক। দুর্ঘটনাস্থল থেকে ট্রলারটিকে আটক করা হয়েছে। 

    অন্যদিকে আজ, সোমবার সাতসকালে মেয়ো রোডে  আরেকটি পথ দুর্ঘটনা ঘটেছে। গান্ধী মূর্তির পাদদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায় একটি ট্যাক্সি। কয়েকজন যাত্রী ছিলেন তাতে। ইতিমধ্যেই তাঁদের পুলিশ উদ্ধার করেছে। কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, একটি বেপরোয়া বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায় ট্যাক্সিটি।
  • Link to this news (আজকাল)