আজকাল ওয়েবডেস্ক: গাড়ির তেল শেষ! পরক্ষণেই চিন্তা থাকে পেট্রোল ডিজেলের দাম বাড়ল না কমল। দেশে যদিও দাম কমে তার সঙ্গে মেলে না কলকাতার দাম। আবার রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে আলাদা হয় দাম। কেন আলাদা হয় এই দাম? অপরিশোধিত তেলের দাম মূলত নির্ভর করে বিশ্ববাজারে দামের ওপর।
সপ্তাহের শুরুতে সোমবার দেখে নেওয়া যাক পেট্রোল ডিজেল লিটার পিছু কী দামে বিক্রি হচ্ছে। প্রথমেই আসা যাক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। ৯ ডিসেম্বর লিটার পিছু পেট্রোল যাচ্ছে ১০৪.৯৫ টাকা আর ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৭৬ টাকা। কোনও হেরফের নেই দামে। শুধু রাজধানীতে নয়, পেট্রোল ডিজেলের দাম জেলা শহরেও বাড়ে-কমে। বাঁকুড়ায় পেট্রোল লিটার পিছু ১০৫.৫৪ টাকা, ডিজেলের দাম ৯২.৩২ টাকা। হুগলিতে লিটার পিছু পেট্রোল যাচ্ছে ১০৫.৫৬ টাকা, ডিজেলের দাম ৯২.৩৩ টাকা। দার্জিলিংয়ে পেট্রোল পাওয়া যাচ্ছে প্রতি লিটার ১০৪.৮৫ টাকায়, ডিজেলের দাম যাচ্ছে ৯১.৬৭ টাকা। ঝাড়গ্রামে লিটার পিছু পেট্রোলের বাজারদর ১০৫.৯৮ টাকা। ডিজেলের দাম ৯২.৬৮ টাকা। মালদাতে ১০৪.৭৯ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম। অন্যদিকে ডিজেলের দাম ৯১.৬১ টাকা।
অন্য মেট্রোপলিটন শহরে কী থাকছে দুই অপরিশোধিত তেলের দাম? মুম্বইতে পেট্রোলের দাম লিটার পিছু ১০৩.৪৪ টাকা। আর ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম কমেছে। পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু ৯২.৫৬ টাকা। দেশের রাজধানী দিল্লিতে এই দাম তুলনায় কম। ৯৪.৭২ টাকা প্রতি লিটার পেট্রোল আর ডিজেল লিটার পিছু ৮৭.৬২ টাকা।
তবে বিশ্ববাজারে দাম কমলেও অনেক সময় ভারতে দাম কমে না। তার কারণ জিএসটি। অনেকসময় কেন্দ্রের নীতি অনুসারেও দাম কমানো হয় না। এবার থেকে ছোট্ট এসএমএসের মাধ্যমেই জেনে যেতে পারবেন আপনার শহরের তেলের দৈনিক রেট চার্ট। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকেরা RSP লিখে এরপর স্পেস দিয়ে ডিলার কোডটি লিখে ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে মেসেজ পাঠালেই সঙ্গে সঙ্গে জেনে যাবেন বর্তমানে পেট্রোলের দাম কত যাচ্ছে। বিপিসিএলের গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম, শুধু পাঠাতে হবে ৯২২৩১১২২২২ এই নম্বরে। আর যদি হন এইচপিসিএলের গ্রাহক সেক্ষেত্রে RSP এর জায়গায় HPPRICE লিখে পাঠাতে হবে ৯২২২২০১১২২ এই নম্বরে।