আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ইস্যু নিয়ে ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি সোমবার বিধানসভায় সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক নেতাদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন। কোনওরকম উস্কানিমূলক মন্তব্য যাতে এ দেশ ও রাজ্যের শান্তিকে প্রভাবিত না করে তা নিশ্চিত করতে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব। কিন্তু আবেদন করছি যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে। রাজনীতি করবেন না।''
বিধানসভায় ভাষণ দিতে মুখ্যমন্ত্রী বলেছেন, "প্রতিবেশী দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নৃশংসতা নিয়ে সবাই উদ্বিগ্ন। হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানরা দাঙ্গা শুরু করে না। অসামাজিক কয়েকটা লোক দাঙ্গা শুরু করে। আমাদের এমন কোনও মন্তব্য করা উচিত নয় যা বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি করে। আমি খুশি যে এখানে হিন্দু এবং মুসলিম সংখ্যালঘু উভয়ই প্রতিবাদ করছে। বাংলাদেশে হিংসার প্রতিবাদ আমাদের ধর্মনিরপেক্ষ প্রকৃতি তুলে ধরে।"
বাংলাদেশ ইস্যুতে ঘুরিয়ে বিজেপিকেও নিশানা করেছেন মমতা। বলেছেন, "কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব। কিন্তু আবেদন করছি যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে। রাজনীতি করবেন না।"
সোমবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে কার্যত বিএনপি নেতার মন্তব্যের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, "বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড দখল করবেন। আপনার সেই ক্ষমতা নেই। আর আমরা বসে ললিপপ খাব এটা ভাববেন না।" তাঁর কথায়, "আমরা অখণ্ড ভারতবর্ষের। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই।" উল্লেখ্য, সম্প্রতি এক বিএনপি নেতার দাবি ছিল, ভারত যদি চট্টগ্রাম দখল করতে চায়, তাহলে বাংলাদেশও বাংলা, ওড়িশা, বিহার দখল করে নেবে।