• বুধবার থেকেই রোদ ঝলমলে আকাশ, তাপমাত্রা আরও কমবে 
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পশ্চিমী ঝঞ্ঝার জেরে সকাল থেকে মেঘলা আকাশ। দক্ষিণের কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। এই অবস্থায় সোম ও মঙ্গলবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। শুধু দার্জিলিং নয়, কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায়। তুষারপাতের সম্ভাবনা বেশি সান্দাকফু, ঘুম  সহ সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়।

    হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত ভোরের দিকে কুয়াশা থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকবে। ৫০ মিটারে নেমে যেতে পারে দু’‌এক জায়গায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে। কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। দৃশ্যমানতা দু’‌এক জায়গায় ২০০ মিটারের নিচে নামার সম্ভাবনা। 

    হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে বাংলা ও সিকিমের উপরিভাগ দিয়ে। এর প্রভাবে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। 

    বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। কমবে পারদ। ১১ ডিসেম্বর বুধবার থেকে লাগাতার পাঁচ থেকে সাত দিন তাপমাত্রা কমার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা কমতে পারে। 
  • Link to this news (আজকাল)