• ভোটার তালিকায় গড়মিল, বিএলও-দের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বহু এলাকায় ভোটার লিস্টে ইচ্ছাকৃতভাবে মৃত ব্যক্তি বা এলাকা থেকে অন্যত্র চলে যাওয়া ব্যক্তির নাম রেখে দেওয়া হয়েছে। সোমবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ভুল  ভোটার তালিকা তৈরি করতে সরকারিভাবে কাজ হয়েছে। তারপরও কীভাবে এমন ভুল তাকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি। এই অনিয়মের জন্য বুথ লেভেল অফিসারদের (বিএলও) ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 

    মুখ্যমন্ত্রী মমতা ব্য়ানার্জির প্রশ্ন, "আমার কাছে খবর রয়েছে, স্থানীয়রা বলার পরও বহু এলাকায় বিএলও-রা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন। অনেকে বহুদিন এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন। তাঁদেরও নাম রেখে দেওয়া হয়েছে। কাদের স্বার্থে এটা করেছেন বিএলও-রা?"

    এই ইস্যুতে বৈঠকে হাজির জেলা শাসকদেরও চড়া সুরে মুখ্যমন্ত্রী বলেছেন, "আমাদের কাছে কিছু বিএলওর বিরুদ্ধে অভিযোগ আসছে। ডিএমরা এগুলো লক্ষ্য রাখবেন না কেন? ভোটার লিস্ট নিয়ে যদি কোনও কমপ্লেন এলে আমি কিন্তু ডিএমদের ছাড়ব না। ভোটার লিস্টটাই মূল। আপনারা এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না" 

    বিএলও-দের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আরও অভিয়োগ যে, বাড়ি বাড়ি ভোটার তালিকা সংশোধনের শেষ দিনে অনেক বিএলও ডিউটিতে ছিলেন না। বৈঠকে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী বলেন, "ভোটার তালিকার মতো সিরিয়াস কাজের ডিউটিতে শেষ দিনেও অনেক বিএলও নিজের ডিউটি পালন করেননি। কারা কারা ছিলেন না, কেন ছিলেন না এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমার চাই। দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিন।"

     
  • Link to this news (আজকাল)