• খাস কলকাতায় কলসেন্টারের আড়ালে বিরাট প্রতারণাচক্র, বালিগঞ্জ থেকে ধৃত ১৯...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার বুকে বেআইনি কল সেন্টারের আড়ালে প্রতারণার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বালিগঞ্জ অঞ্চলের মুলেন রোডে অভিযান চালায় কলকাতা পুলিশ। সোমবার মধ্যরাতে চলে অভিযান। গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ফোন, ল্যাপটপ, সিম কার্ড। বেসরকারি অন্টি ভাইরাস কোম্পানীর আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা চালানো হত বলে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ। মূলত মার্কিন নাগরিকদেরই টার্গেট করা হত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    অভিযানের পর এই বেআইনি সেন্টারটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, নর্টন অ্যান্টি ভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশিদের কম্পিউটার ল্যাপটপে সফ্টওয়্যার ইনস্টল বা আপডেট করার অছিলায় কলকাতায় অফিসে বসেই ধৃতরা আমেরিকায় ফোন করে ল্যাপটপের কনট্রোল নিত। তারই সঙ্গেই গিফট কার্ডের নামে হাতানো হত টাকা। এবাবেই প্রতারণা করা চলত।

     ধৃত ১৯ জনকে জেরা করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতারণার এই নেপথ্যে কোন কোন মাথা যুক্ত তাই খতিয়ে দেখা হচ্ছে। মহানগরে এই ধরনের কলসেন্টার আর রয়েছে কিনা তারও খোঁজ চলছে। 
  • Link to this news (আজকাল)