সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি বা তারও নীচে। জমিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গেও। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ১০ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার জন্য কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকবে আকাশ। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে জমিয়ে পড়বে কুয়াশা। এর জেরে সকালে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে দেরি হতে পারে। কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানেও কুয়াশায় ঘেরা থাকবে আকাশ। সকালের দিকে এই তিন জেলার কিছু অংশে দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত হতে পারে।
বৃহস্পতিবার থেকে রাজ্যের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়তে চলেছে আগামী সপ্তাহ থেকেই। আগামী তিন-চারদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।