আগামী রবিবার সেট পরীক্ষা উপলক্ষ্যে চলবে বিশেষ মেট্রো, জেনে নিন প্রথম ট্রেন মিলবে ক’টায় ...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আগামী রবিবার কলেজের চাকরির সেট পরীক্ষা রয়েছে। সেই জন্য সকাল থেকেই চলবে মেট্রো। বাকি রবিবারগুলোয় দমদম–কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো মেলে সকাল নটায়। কিন্তু এই সপ্তাহে নির্দিষ্ট সময়ের আগেই চলবে একজোড়া বিশেষ মেট্রো।
রবিবার স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেট পরীক্ষা রয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটায়। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আগামী রবিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর দিনের প্রথম মেট্রোটি দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৮টায়। পরেরটি কবি সুভাষ থেকে ছাড়বে সাড়ে আটটায়। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল সোয়া আটটায়। যা দমদমে এসে পৌঁছবে সাড়ে আটটায়।
পরীক্ষার্থীদের জন্য দক্ষিণেশ্বর–কবি সুভাষ রুটে অতিরিক্ত মেট্রো চললেও অন্যান্য রুটে একই থাকবে পরিষেবা। হাওড়া ময়দান–এসপ্ল্যানেড রুটে পরিষেবা থাকবে অন্যান্য দিনের মতোই। গ্রিন, পার্পল বা অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।