• রাস্তায় বাসের দাদাগিরির দিন শেষ, কোন ব্যবস্থা নিল পরিবহন দপ্তর...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় বাসের দাদাগিরি আর নয়। এবার থেকে তারাও কিউআর কোডের নজরে। কমিশনের জন্য পথেঘাটে প্রতিদিনই দেখা যায় বিভিন্ন রাস্তায় বাসের দাপাদাপি, একে অপরকে ছাপিয়ে যাওয়ার গল্প। তবে এবার এই দাদাগিরিতে লাগাম পরানোর পালা। রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই একটি পাইলট প্রোজেক্ট চালু করেছে। সেখানেই নিয়ে আসা হয়েছে এই কিউআর কোড। রাস্তায় যাতে দুর্ঘটনা কম হয় সেজন্যেই এই ব্যবস্থা গ্রহণ করল পরিবহন দপ্তর। 

    অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট রুটের কোনও বেসরকারি বাসের খবর জানতে কিউআর কোড চালু করতে চায় রাজ্য সরকার। স্ট্যান্ড থেকে ছাড়ার আগে সেই বেসরকারি বাসের কিউআর কোড স্ক্যান করতে হবে চালককে। বাসের ভিতরে দেওয়ালে সেই কিউআর কোড সাঁটা থাকবে। একবার স্ক্যান করলেই সেই বাসের হদিস যাত্রীরা যেমন পেয়ে যাবেন, তেমনই ওই বাস রাস্তায় কীভাবে এবং কতটা বিধি মেনে ছুটছে, তাও জানতে পারবেন পুলিশ ও পরিবহণ দফতরের আধিকারিকেরা।

    প্রাথমিকভাবে বিমানবন্দর-কেন্দ্রিক সরকারি ভলভো এবং বাতানুকূল বাসের রুটগুলিকে ‘যাত্রী সাথী’ অ্যাপের আওতায় আনার কথা জানিয়েছিল রাজ্য সরকার। সেই পরিকল্পনার অংশ হিসাবেই বিমানবন্দরমুখী রুটের পাশাপাশি আরও কয়েকটি রুটের বেসরকারি বাসকে ‘যাত্রী সাথী’ অ্যাপের আওতায় আনতে চাইছে রাজ্য সরকার।

    সরকারি বাসে চলতি বছরের শেষেই শুরু করা হবে এই কিউ আর কোড। প্রথমে ১০ টি রুটে চালু হবে এই ব্যবস্থা। সেখানে শুরুতে ৫৬ টি বাসের চালকদের কাছে এই কোড থাকবে। এই ব্যবস্থাটি তাদের সকলের ফোনে অ্যাপ হিসাবে থাকবে। ফলে ট্রাফিক পুলিশরা অতি সহজেই তাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে জানতে পারবে। যদি কোনও কারণে গাড়ির গতি বেশি হয় তবে তখনি এই অ্যাপ জানিয়ে দেবে ট্রাফিককে। সেইমতো তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবে।  
  • Link to this news (আজকাল)