• ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কাজ করছে না কিছুই, কখন ঠিক হবে পরিষেবা কী বলছে মেটা?...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের থমকে গেল হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম এবং ফেসবুক। বিশ্বজুড়ে সমস্যায় নেটিজেনরা। কী কারণে এই বিভ্রাট তা এখনও পর্যন্ত জানা যায়নি। মেয়েটার তরফ থেকে এ নিয়ে কোনও বিবৃতিও পাওয়া যায়নি।

    বুধবার আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে সমস্যা দেখা দেয়। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ লগইন করতে পারছিলেন না। এরপর তারা লক্ষ্য করেন মোবাইল থেকেও কোনওরকম মেসেজ পাঠানো যাচ্ছে না। সঙ্গে সমস্যা দেখা দেয় মেটার অন্য দুই অ্যাপ ইন্সটাগ্রাম এবং ফেসবুকেও। ব্যবহারকারীরা বারবার রিফ্রেস করলেও কোন নতুন পোস্ট দেখতে পাননি। এই তিন জায়গাতেই সমস্যা দেখা দেওয়ার পর তারা চলে যান এক্স হ্যান্ডেলে। সেখানে তারা অভিযোগ জানাতে থাকেন। 

    এটা নতুন নয়, চলতি বছর মার্চ এবং এপ্রিল মাসেও ঘন্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল এই পরিষেবা। সেবারও তিনটেই একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল। ভুক্তভোগীরা জানিয়েছেন নিজে থেকেই সবকিছু লগ আউট হয়ে গিয়েছে। কোনওভাবেই তারা পুনরায় লগ ইন করতে পারেননি। কখনও আবার পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়েও কোনও বিবৃতি পাওয়া যায়নি।
  • Link to this news (আজকাল)