• চলছে জাঁকিয়ে শীতের স্পেল, স্থায়িত্ব কত দিন জানাল হাওয়া অফিস 
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জাঁকিয়ে শীত পড়তে শুরু করল বঙ্গে। শুক্রবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। ভোর থেকেই ঘন কুয়াশার দাপট জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। 

    হাওয়া অফিস জানিয়েছে আপাতত চার থেকে পাঁচ দিন এরকমই তাপমাত্রা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২–৪ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে। শনি ও রবিবার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে। কলকাতার তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির নিচে। রবিবার পর্যন্ত জেলাজুড়ে থাকবে শীতের শিরশিরানি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গেও ভালই ঠান্ডা পড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২–৪ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ ডিসেম্বর পর্যন্ত। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। সেই নিম্নচাপ পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগে ঢুকেছে। বাংলায় এর প্রভাব না পড়লেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কেরল, তামিলনাডু, পুদুচেরি ও কর্ণাটকে। 

    কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ১২ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ। এদিকে, পুরুলিয়ায় শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি ও বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নামল ৮.২ ডিগ্রিতে। আসানসোলে তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে। কোচবিহার (‌৯.৭ ডিগ্রি)‌, বর্ধমানে (‌১০ ডিগ্রি)‌, জলপাইগুড়িতে (‌১০.২ ডিগ্রি)‌, বাঁকুড়ায় (‌‌১১.৪ ডিগ্রি‌‌)‌, হাওড়ায় (‌‌১১.৪ ডিগ্রি‌‌)‌, দিঘায় (‌‌১২ ডিগ্রি)‌, দমদমে ১৪ ডিগ্রি।
  • Link to this news (আজকাল)